ব্রেকিং নিউজ
হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী পাবনার শ্রীধরকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ সিটি ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত , সনদ পেলেন ৯৫৯২ শিক্ষার্থী ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করায় জবি শিক্ষার্থীকে ৫ বছরের কারাদণ্ড পুনর্গঠিত সেন্সর বোর্ডে নতুন কমিটিতে জায়গা পেলেন একঝাঁক তারকা ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত মা ও শিশুর পরিচয় মিলেছে
×

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি
প্রকাশ : ৬/১২/২০২৩, ৬:৪২:৩১ PM

পঞ্চগড়ের দুই উপজেলায় দুইজনের আত্মহত্যা

পঞ্চগড়ের দুই উপজেলা পৃথক পৃথক স্থানে দুই ব্যক্তি আত্মহত্যা করেছে , পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায় স্বামীর নির্যাতনে সবুরা খাতুন (৪৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছে নিহতের পরিবার অন্যা দিকে , আটোয়ারী উপজেলায় ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিলেন ললিত কুমার সিংহ (৫৫) নামের একজন সিজিনাল ব্যবসায়ী।

পঞ্চগড়ের দুই উপজেলা পৃথক পৃথক স্থানে দুই ব্যক্তি আত্মহত্যা করেছে , পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায় স্বামীর নির্যাতনে সবুরা খাতুন (৪৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছে নিহতের পরিবার অন্যা দিকে ,  আটোয়ারী উপজেলায় ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিলেন ললিত কুমার সিংহ (৫৫) নামের একজন সিজিনাল ব্যবসায়ী।

পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে,  আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালিয়া লক্ষীথান গ্রামের মৃত অলিন কুমার সিংহের ছেলে ললিত কুমার সিংহ(৫৫) দীর্ঘদিন ধরে লক্ষীথান বাজারে ধান,গম,ভুট্টা,মরিচসহ বিভিন্ন ফসল সিজিনাল ব্যবসায়ী হিসেবে ক্রয়-বিক্রয় করে থাকেন। তিনি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে আনুমানিক ৫০ লক্ষ টাকা ঋণগ্রস্থ হয়েছেন। অনেকের ধারণা, ললিত কুমার সিংহ ঋণের টাকা পরিশোধ করতে না পেরে অবশেষে সোমবার (৪ ডিসেম্বর) ভোর রাতে (আনুমানিক ৪ :৩০ মি. হতে ৬ টার মধ্যে) বাড়ীর পশ্চিম পাশের্^ একটি আম গাছের ডালে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেন অন্যদিকে তেঁতুলিয়া উপজেলায় স্বামীর নির্যাতনে সবুরা খাতুন নামে এক গৃহবধূ বিষ পান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছে নিহতের পরিবার ।

সবুরা উপজেলার ভজনপুর ইউনিয়নের ভূতিপুকুর এলাকার কাশিম উদ্দিন হুলুর স্ত্রী।ওই নারীর পরিবারের লোকজন জানায়, প্রায় ২২ বছর আগে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দেবনগর ইউনিয়নের কামাতপাড়া এলাকার ফজলে করিমের মেয়ে সবুরা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন কাশিম উদ্দিন হুলু। বর্তমানে তাদের সংসারে দুটি মেয়ে সন্তান রয়েছে। মাঝে মধ্যেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলতো। স্থানীয় ভাবে কয়েকবার শালিসও হয়েছে।

গত রবিবার ভাইয়ের বাড়িতে যেতে চাইলে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে কাশিম তাকে মারধর করে। রাগে ক্ষোভে বাড়িতে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে সবুরা। পরে তাকে আবারও মারধর করার সময় তার অবস্থার অবনতি হলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে কাশিম উদ্দিন। সবুরার ভাই খাদেমুল ইসলাম বলেন, কাশিম আমার বোনকে সামান্য বিষয় নিয়ে মারধর করতো। সেদিন আমার বাড়িতে আসতে চাওয়ায় তাকে প্রচণ্ড মারপিট করে। রাগে ক্ষোভে আমার বোন আত্মহত্যার জন্য বিষ পান করে। এই অবস্থাতে আবারও তাকে মারধর করা হয়। পরে আমার বোনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে হাসপাতালে ভর্তি করি। সোমবার রাতে আমার বোন চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে তারা লাশ রেখে পালিয়ে যায়। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। এদিকে কাশিম উদ্দিন বলেন, আমি তাকে কোন মারপিট করিনি। ভাইয়ের বাড়িতে যেতে নিষেধ করায় সে নিজেই বিষপান করেছেন।